বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মুন্না (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম তাকে মৃত ঘোষণা করেন। মুন্না উজিরপুর উপজেলার শোলক এলাকার বাসিন্দা দিনমজুর জামাল সরদারের পুত্র এবং শোলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।
পরিবারের বরাত দিয়ে চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম জানান, খেলার ছলে বাড়ির পাশে ঝুলে থাকা বৈদুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মুন্না। পরে তাকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে পথিমধ্যেই মুন্নার মৃত্যু হয়েছে বলে জানান ডা. দেওয়ান।(ডিনিউজ)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়