বিশ্ব সুন্দরীর মুকুট জেতা যুক্তামুখী আবারো আলোচনায় এলেন। স্বামী প্রিন্স তুলির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন তিনি। অভিযোগ গুরুতর। স্বামীল বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ওই মামলা দায়ের করেন তিনি। স্বামী প্রিন্স নিউইয়র্কের বিশাল ধনাঢ্য ব্যবসায়ী।
মুম্বাই পুলিশ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানায় যুক্তামুখী মামলার এজাহারে বলেছেন, তার স্বামী তাকে প্রায়শই প্রহার করত এবং নানাভাবে তাকে নিপীড়ন করত। তাই সাবেক এই বিশ্বসুন্দরীর মেডিকেল চেকআপ সম্পন্ন করা হয়েছে।
মামলার তদন্ত সম্পন্ন না হলে এবং কোর্টের আদেশ ছাড়া প্রিন্স তুলিকে গ্রেপ্তার করা সম্ভব নয় বলেও জানিয়েছে মুম্বাই পুলিশ।
যুক্তামুখী ১৯৯৯ সালে বিশ্বসুন্দরী খেতাব লাভ করেন। এরপর তিনি বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয়ও করেন। ২০০৮ সালে ধনাঢ্য ব্যবসায়ী প্রিন্স তুলির সাথে তিনি দাম্পত্য জীবন শুরু করেন। তাদের এখন আরিয়ান নামে একটি পুত্র সন্তান রয়েছে।
গতবছর তিন বছর বয়সী আরিয়ানকে নিয়ে স্বামীর বাড়ি নাগপুর থেকে মুম্বাই চলে এসেছিলেন যুক্তামুখী। তখন থানায় একই অভিযোগ জিডিও করেছিলেন স্বামীর নামে, এবার সরাসরি মামলা ঠুকে দিয়েছেন। তদন্তে প্রমান হলেই তার স্বামীকে গ্রেপ্তার করা হবে।
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়