Saturday, July 6

পাগলা কুকুর আতঙ্কে কানাইঘাট পৌরবাসী

নিজস্ব প্রতিবেদকঃ
 কানাইঘাটে বেওয়ারিশ কুকুরের উৎপাতে আতঙ্কিত হয়ে উঠেছেন পৌর এলাকার জনসাধারণ। গত দুই সপ্তাহে বেপরোয়া পাগলা কুকুরের হিংস্র আক্রমণের শিকার হয়ে স্কুল শিক্ষার্থীসহ অন্তত ১৫জন আক্রান্ত হয়ে রক্তাক্ত জখম হয়েছেন। দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষ বেওয়ারিশ এসব কুকুর নিধনে কোন ধরনের ব্যবস্থা না নেওয়ায় সম্প্রতি পৌর শহরসহ আশপাশ এলাকায় দলবেঁধে শত শত বেওয়ারিশ কুকুরের হিংস্র উৎপাতে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেও কুকুর আতঙ্ক বিরাজ করছে। গত দু’সপ্তাহে কয়েকটি পাগলা কুকুরের আক্রমনের শিকার হয়ে অনেকে আহত হওয়ায় পৌর মেয়র লুৎফুর রহমানের বরাবরে স্থানীয় লোকজন কুকুর নিধনে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে অভিযোগ দেওয়ার পরও তিনি কুকুরদের উৎপাত বন্ধে কোন ধরনের ব্যবস্থা না নেওয়ায় পৌর শহরের ব্যবসায়ী শিক্ষার্থীদের অভিভাবক ও সর্বস্তরের জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পৌর শহর সহ আশপাশ এলাকা ঘুরে দেখা গেছে দলবেঁধে বেওয়ারিশ কুকুরের দল রীতিমত মহড়া দিচ্ছে। সুযোগ পেলেই তারা হিংস্র আক্রমণ করে লোকজনদের আক্রান্ত করছে। কুকুরের আক্রমণে যারা আহত হয়েছেন তাদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি হওয়ায় অভিভাবকদের মধ্যে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। পৌরসভার অনেকের সাথে কথা বলে জানা গেছে প্রতি বছর পৌরসভার বাজেটে বেওয়ারিশ কুকুর নিধনের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্ধ রাখা হলেও গত দু’বছর কুকুর নিধনে পৌর কর্তৃপক্ষ একটিও কুকুর নিধনে ব্যবস্থা না নেওয়ায় পৌর এলাকায় কুকুরের উৎপাত বেড়েই চলছে। অনেক সময় কুকুরের দল হোটেল রেস্তোরার খাবার তৈরির জিনিস পত্রে মল-মুত্র ত্যাগ করে। বেশিরভাগ কুকুর বিভিন্ন রোগব্যাধীতে আক্রান্ত হয়ে জীবানু ছড়াচ্ছে। বাজারের কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন রাতের বেলা পৌর শহর ও আশপাশ এলাকা কুকুরের দখলে চলে যায়। পৌর মেয়রকে কুকুর নিধনে বার বার অভাব অভিযোগ দেওয়ার পরও তিনি কর্ণপাত করছেন না। অবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধনে পৌর কর্তৃপক্ষকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে মেয়র লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি “কানাইঘাট নিউজকে”জানান, বেওয়ারিশ কুকুর নিধনের যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে না। এছাড়া পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই। এরপরও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চিন্থাভাবনা আছে। 


শেয়ার করুন

1 comment:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়