ব্রাহ্মণবাড়িয়া: সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাজেরো গাড়ীর চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। জানা যায়, সকাল পৌনে ১০টায় সিলেটগামী একটি পাজেরো জীপ সোহাগপুর এলাকায় সোহাগপুর গ্রামের আবদুল খালেক (৩২)কে চাপা দিলে গুরুতর আহত হয়। তাকে আশংকজনক অবস্থায় কিশোরগঞ্জের বাজিতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দু’পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। অসহনীয় দূর্ভোগের শিকার হয় যাত্রীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেইট সংলগ্ন এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।-ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়