Wednesday, July 17

আল কায়েদার দ্বিতীয় শীর্ষনেতা নিহত

মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনে আল কায়েদার দ্বিতীয় শীর্ষনেতা নিহত হয়েছেন। বুধবার আরব উপদ্বীপের (একিউএপি) আল কায়েদা এ মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
অনলাইনে দেয়া আল কায়েদার জ্যেষ্ঠ কর্মকর্তা ইব্রাহিম আল রুবাইশের এক ভিডিও বিবৃতিতে জানানো হয়, সাইদ আল সেহরি ড্রোন হামলায় নিহত হয়েছেন। তবে কখন তিনি মারা গেছেন এ বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।
আন্তর্জাতিক জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইট ওই ভিডিও বিবৃতির তথ্য জানিয়েছে।
বিবৃতিতে রুবাইশ বলেন, “যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সাইদ আল সেহরির শাহাদাতে আমি সকল মুজাহিদিনের প্রতি শোক জ্ঞাপন করছি।”
যুক্তরাষ্ট্রের বিবেচনায় একিউএপি আল কায়েদার সবচেয়ে ভয়ংকর শাখা। যারা আন্তর্জাতিক পর্যায়ে বিমানে হামলা চালানোরও পরিকল্পনা করেছিল।
যুক্তরাষ্ট্রের ধারণা, সৌদি নাগরিক সাইদ আল সেহরি নামে ওই ব্যক্তি আলকায়েদার সঙ্গে সম্পৃক্ত অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। গুয়ান্তানামো কারাগার থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছিল।
২০০৮ এর জানুয়ারিতে পাকিস্তানের কাছে আটক হওয়ার পরসাইদকে সেহরিকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানো হয়েছিল।
সূত্র: রয়টার্স

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়