Thursday, July 18

ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: সিইসি

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমন বিধান রেখে নির্বাচনী আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে আরপিও সংশোধন বিষয়ে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আরপিওতে আগে ছিল যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু এবার সেই ধারায় সংশোধন এনে 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের' সন্নিবেশ করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাজাপ্রাপ্ত হবেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না -এমন বিধান রেখে আরপিও সংশোধন করা হয়েছে। সিইসি জানান, সংশোধনীটি মন্ত্রণালয়ে পাঠানো হবে, এরপর এটি সংশোধিত আইন আকারে সংসদে পাস হবে।

এদিকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ''যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতকেও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করেছেন, তাই এই দলটির নিবন্ধন বাতিল হবে কি না- সে বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে।'' তবে আদালতের রায় হাতে পাবার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে সিইসি জানান।

জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী আছে কি না- এমন প্রশ্নের জবাবে রকিবউদ্দিন আহমদ জানান, এটি প্রস্তাবে ছিল না। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি আরপিওতে উল্লেখ থাকছে না।-ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়