সৌদি বাদশার বিশেষ ক্ষমায় একেবারে দেশে ফিরতে পারবেন ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা। এ জন্য আগামী একমাস প্রতি সপ্তাহের বুধবার বাংলাদেশিদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় নির্ধারণ করেছে রিয়াদ নির্বাসন কেন্দ্র।
জানা যায়, ইকামা নবায়ন অথবা একেবারে দেশের ফেরার জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বাধ্যতামূলক। রিয়াদের সেমুসী নির্বাসন কেন্দ্রে (deportation center) ফিঙ্গারপ্রিন্ট দেওয়া সম্পন্ন করার পরও একেবারে বর্হিগমনের জন্য আরও এক মাস অপেক্ষা করতে হবে আউট পাসে (বিশেষ ট্রাভেল ডকুমেন্ট) দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের।
নির্বাসন কেন্দ্রের এ নতুন নিয়ম অনুযায়ী রোববার ভারতীয়, সোমবার পাকিস্তানি ও বুধবার বাংলাদেশিদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে।
সূত্র আরও জানায়, একেবারে দেশের ফেরার জন্য সব কিছু ঠিক আছে কিনা তা যেন শ্রমিক নিজেই দেখতে পারেন সেরকম একটি সফটওয়ারের কাজ চলছে।
এদিকে সৌদি বাদশার বিশেষ ক্ষমায় দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করলেও ফিঙ্গারপ্রিন্ট না থাকায় বিমান বন্দর থেকে হাজার হাজার শ্রমিককে ফেরত পাঠাচ্ছে সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।--পরিবর্তন
খবর বিভাগঃ
বিশেষ খবর
darun kobor
ReplyDelete