Sunday, July 28

দু’মাংস ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তুহিনুর আলম একলাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
 
দণ্ডপ্রাপ্ত দুই মাংস ব্যবসায়ী হলেন- গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক রাজারামপুর মহল্লার ইলিয়াস আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৩) ও একই এলাকার জিল্লুর রহমানের ছেলে মান্নান (৩৩)।
 
পুলিশ সূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে অসুস্থ গরু জবাই করে উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে মাইকে ঘোষণা দিয়ে ১৮০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলেন ইসমাইল ও মান্নান। কিন্তু মাংস থেকে গন্ধ বের হওয়ায় এবং সাদা ফ্যাকাসে রঙের আকার ধারণ করায় ক্রেতাদের সন্দেহ হয়। এছাড়া ২৬০ টাকা কেজির স্থলে ১৮০ টাকা দরে বিক্রি করায় সন্দেহ আরও গাঢ় হয় ক্রেতাদের। এসময় আব্দুর রহিম নামের একজন ক্রেতা পুলিশে খবর দিলে পুলিশ মাংসসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করে।
 
এদিকে দুই ব্যবসায়ীকে আটকের পর মাংসসহ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবির আহমেদ ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নাসিমা খাতুন আটককৃত মাংস পরীক্ষা করে দেখেন। তারা আটককৃত মাংস খাবার অনুপযোগী এবং অসুস্থ গরুর বলে সার্টিফিকেট দেন।
 
এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম তুহিনুর আলম আটককৃত দুই মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট একলাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন এবং মাংসগুলো মাটিতে পুঁতে নষ্ট করার নির্দেশ দেন।
 
প্রসঙ্গত উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন চিকিৎসক ও পৌরসভার কশাইখানা পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকের উপস্থিতিতে নির্দিষ্ট স্থানে সুস্থ ও সবল গরু জবাই করে নির্দিষ্ট দোকানঘরে মাংস বিক্রির নিয়ম রয়েছে। কিন্তু এ নিয়ম না মেনে অসুস্থ ও খাবার অনুপযোগী মাংস বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায়।
 
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়