২০১১সালের প্রথম দিকে বিয়ের পিঁড়িতে বসেন কেট-উইলিয়ামস। বিয়ের পর থেকেই রাজবাড়ির পঞ্চম প্রজন্মের আসার অপেক্ষায় দিন গুণছিল ব্রিটেন। সে অপেক্ষা শেষ হতে চলেছে। তবে সবার আগ্রহ ছিলো রাজ পরিবারের নতুন অতিথি ছেলে না মেয়ে হবে।
তবে কেট মিডলটন একটি কন্যা সন্তান চাইছেন। ইতোমধ্যে সেই ইচ্ছে পূরণ হবে বলে ভবিষ্যৎ বাণী করেছেন কেটের ঘনিষ্ঠজন।
কেট মিডলটনের অস্ট্রেলিয়া প্রবাসী আত্নীয় লিলিয়ান লোয়ারস ভবিষ্যত বানী করেছেন, রানির ঘরে আসতে চলেছে ফুটফুটে শিশুকন্যা। আর অল্প কিছুদিনের মধ্যেই মা হবেন কেট। তার এই ভবিষ্যত বাণীর উপর ভিত্তি করেই একটি নিউজ ওয়েব সাইট সংবাদ প্রকাশ করেছে। তারা বেশ গুরুত্বের সাথেই এ ভবিষ্যত বাণী গ্রহন করে ছেপেছে। কারন এর আগেও তার দেয়া ভবিষ্যত বাণী সত্যি হয়েছিলো।
কেট মিডলটনের গর্ভবতী হওয়ার বিষয়েও তিনি ভবিষ্যত বাণী করেছিলেন। লিলি মনে করছেন দুপুর দুটো থেকে রাত বারটার মধ্যে সন্তানের জন্ম দেবেন কেট। এমনকি শিশুর ওজন ২ দশমিক ২৬ কেজি হবে বলেও ভবিষ্যত বাণী করেছেন লিলিয়ান।
তবে কেট মিডলটন একটি কন্যা সন্তান চাইছেন। ইতোমধ্যে সেই ইচ্ছে পূরণ হবে বলে ভবিষ্যৎ বাণী করেছেন কেটের ঘনিষ্ঠজন।
কেট মিডলটনের অস্ট্রেলিয়া প্রবাসী আত্নীয় লিলিয়ান লোয়ারস ভবিষ্যত বানী করেছেন, রানির ঘরে আসতে চলেছে ফুটফুটে শিশুকন্যা। আর অল্প কিছুদিনের মধ্যেই মা হবেন কেট। তার এই ভবিষ্যত বাণীর উপর ভিত্তি করেই একটি নিউজ ওয়েব সাইট সংবাদ প্রকাশ করেছে। তারা বেশ গুরুত্বের সাথেই এ ভবিষ্যত বাণী গ্রহন করে ছেপেছে। কারন এর আগেও তার দেয়া ভবিষ্যত বাণী সত্যি হয়েছিলো।
কেট মিডলটনের গর্ভবতী হওয়ার বিষয়েও তিনি ভবিষ্যত বাণী করেছিলেন। লিলি মনে করছেন দুপুর দুটো থেকে রাত বারটার মধ্যে সন্তানের জন্ম দেবেন কেট। এমনকি শিশুর ওজন ২ দশমিক ২৬ কেজি হবে বলেও ভবিষ্যত বাণী করেছেন লিলিয়ান।
খবর বিভাগঃ
ফটো সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়