Saturday, July 6

কলাপাড়ায় উফশী জাতের বীজধান বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মহাসেন ক্ষতিগ্রস্ত সাত হাজার নয় শ’ ২০ কৃষকের মধ্যে বিনামূল্যে আমন উফশী জাতের বীজধান বিতরণ করা হয়েছে। শনিবার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মো. মাহবুবুর রহমান এমপি। উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মসিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি বিপুল হাওলাদার, ছাত্রলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকের সুখে-দুঃখে সবসময় পাশে রয়েছে এবং থাকবে। তিনি এসময় কৃষকের জন্য বিভিন্ন জাতের ধান, রবিশস্যসহ উৎপাদনমুখী কাজে কৃষি কর্মকর্তাদের পরামর্শ দেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এই বীজ ধান বিতরণের ফলে অন্তত সাত হাজার নয় শ’ কুড়ি বিঘা জমিতে উফশী জাতের আমন ধানের আবাদ করতে পারবে কৃষক।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়