Monday, July 8

কুর্দিস্তান স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রধান মাসুদ বারজানির বাগদাদ সফর

ঢাকা : ইরাকের কুর্দিস্তান স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রধান মাসুদ বারজানি রাজধানী বাগদাদ সফর করেছেন। গত দু’বছরের মধ্যে এই প্রথম তিনি ইরাকের রাজধানী সফর করলেন।

ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালেকির কুর্দিস্তান সফরের এক মাসের মধ্যে বাগদাদ সফর করেন তিনি।

যৌথ সংবাদ সম্মেলনে মালেকি বলেন, তারা দু’জনেই বিরাজমান সংকট নিয়ে আলোচনা করেছেন এবং সংসদে আটকে থাকা আইন বিশেষ করে তেল ও গ্যাস সংক্রান্ত আইন অনুমোদন করার বিষয়ে সম্মত হয়েছেন।

বারজানি বলেন, তারা দু’জনেই সহযোগিতা এবং একযোগে কাজ করার এবং ইরাক এবং এ অঞ্চলের জন্য সব ধরণের হুমকি মোকাবেলার বিষয়ে সম্মত হয়েছেন। তারা এক নিজেদের জাতীয় দায়িত্ব হিসেবে মনে করছেন বলেও জানান বারজানি।

পদস্থ এক কুর্দি কর্মকর্তাও বলেছেন, ইরানের ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি, উভয় পক্ষ নিজেদের অংশ বলে দাবি করছে এমন সব অঞ্চলের প্রশাসন পরিচালনা এবং গত কয়েক বছর ধরে অচল হয়ে থাকা তেল ও গ্যাস সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করেছেন উভয় নেতা।

গত সপ্তাহে কুর্দি সংসদ প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে দেয়ার এবং বারজানিকে আরো দুই বছরের জন্য ক্ষমতায় রাখার বিষয়ে সম্মত হয়েছে। এ নির্বাচন আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল।

১৯৯১ সাল থেকে কুর্দিস্তান ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে রয়েছে। তেল উতপাদন এবং ভূমিসহ নানা বিষয়ে বাগদাদের সঙ্গে কুর্দিস্তানের তীব্র টানাপোড়েন চলছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়