Thursday, July 25

ডাকাতির চেষ্টায় গ্রেপ্তার দুই

রাজধানীর ঝিগাতলা এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার সময় দুই দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রায়হান ও লিটন।
বুধবার রাত ১২টার দিকে তাদের গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি পিস্তল, দশ রাউন্ড গুলি এবং ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ঝিগাতলা গাবতলা মসজিদের পাশে ১১০ নম্বর মনেশ্বর রোডের একটি বাড়ির ৫ তলায় এ ঘটনা ঘটে। চার যুবক ওই বাড়িতে ঢুকে বাসার লোকজনকে জিম্মি করে লুটপাট শুরু করলে তাদের চিৎকারে ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দা ছুটে আসে। এ সময় দুর্বৃত্তরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে এলাকায় লোকজন জানতে পেরে বাড়িটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী জাফর বাপ্পি বলেন, “আমরা কয়েকজন ওই পথ দিয়ে হেটে যাচ্ছিলাম। বাড়িটিকে ঘিরে লোকজন দাঁড়িয়ে আছে। আর ডাকাত, ডাকাত বলে চিৎকার করছে। এরই মধ্যে ওই বাড়ির ৫তলা থেকে দুই রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। পরে আমি র‍্যাবকে খবর দেই। এর মধ্যেই হাজারীবাগ থানা ও ধানমণ্ডি থানার পুলিশও বাড়িটিকে ঘিরে ফেলে দুই জনকে আটক করে।”
এ ব্যাপারে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ-র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িটিকে ঘিরে ফেলে তাদের আত্মসমর্পন করতে বললে ডাকাতরা ফাকা গুলি ছোড়ে। এসময় দুই জনকে আটক করা হয়। অন্যদের ধরা সম্ভব হয়নি।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়