সিলেট সিএনজি স্টেশনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাইকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার সকালে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাইকে প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশের সকল পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করছে সিএনজি স্টেশন মালিক সমিতি।
বৃহস্পতিবার এ ধর্মঘটের ডাক দেয় পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পেট্রোবাংলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেটের বেঙ্গল গ্যাসোলিন স্টেশনের অভিযান চালান। এসময় তিনি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে গত পাঁচ বছরে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিক্রির কাগজপত্র দেখতে চান।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কাগজপত্র না দেখিয়ে ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের খবর দেন। ওই ম্যাজিস্ট্রেট জরিমানা করতে চাইলে তাকে অবরুদ্ধ করে রাখেন ওনার্স গ্রুপের নেতারা। পরে সেখানে গিয়ে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে পুলিশ।
এরপর বেলা সাড়ে ১২টা থেকে ওনার্স গ্রুপের নেতারা সিলেট বিভাগের সকল রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেন। পরে ওই দিন সন্ধ্যায় সারাদেশের সকল রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট পেট্রোল পাস্প ও সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হয়, মোবাইল কোর্টের নামে ম্যাজিস্ট্রেট ৫ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। না দিলে ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়ার হুমকি দেন।(পরিবর্তন ডটকম)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়