Saturday, July 13

সোনারগাঁয়ে চোরাই গাড়ি উদ্ধার : গ্রেফতার ১


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): গাড়ী ছিনতাইকারী চক্রের প্রধান হোতা উপজেলার সাদিপুর ইউনিয়নের গাব্বাবাড়ী এলাকার ছালাউদ্দিনের বাড়িতে গত শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে একটি চোরাই অটো ইজিবাইক উদ্ধার করে এবং করিম নামে এক ব্যক্তিকে সন্দেহজনক গ্রেফতার করে। এসময় ছিনতাইকারী চক্রের প্রধান হোতা সালাউদ্দিন পালিয়ে যায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ছিনতাইকারী সালাউদ্দিন দেশের বিভিন্ন জেলার প্রত্যান্তঅঞ্চলে চলাচলরত অটো ইজিবাইক ও সিএনজি ছিনতাই করে নিয়ে আসে। অনেকবার আইন সংস্থাকারী বিভাগের হাতে ধরা পড়লেও অজ্ঞাত কারণে আবার অনায়াসেই বের হয়ে আসছে। সম্প্রতি গাড়ী ছিনতাইকারী চক্রের বিরুদ্বে জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে ফলাও করে সংবাদ প্রকাশ হলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়