Sunday, July 14

কুটনীতিকদের সঙ্গে জামায়াতের ইফতার স্থগিত

ঢাকা : নিজেদের হরতালের কারণে কুটনীতিকদের সঙ্গে সোমবারের ইফতার পার্টি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স ও কুটনীতিকদের সম্মানে সোমবার বিকেল ৬টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ ইফতার পার্টি হওয়ার কথা ছিল।

হরতাল ডাকার পর রোববার বিকালে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে অনিবার্য কারণবশত ইফতার পার্টি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত জামায়াতে সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে রায়ের দিন সোমবার ধার্য করে।এর প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে দলটি।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়