Friday, July 5

বরিশালে ছুরিকাঘাতে শিক্ষিকা খুন


বরিশাল: বরিশাল নগরীর জানুকিসিংহ রোডে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দিল আফরোজ সিমু (৩৯) নামে উন্মক্ত বিশ্ববিদ্যলয়ের এক খন্ডকালিন শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত সিমু নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ে অধ্যাপক মাহমুদ আল জামালের স্ত্রী। কাউনীয়া থানার ওসি কাজী মাহবুবুর রহমান জানিয়েছেন, গ্রিল কেটে বাসার ভিতরে মাত্র একজন ব্যাক্তি প্রবেশের আলামতে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্যোশ্যেই কেউ এসেছিল।
নিহতের স্বামী মাহমুদ আল জামাল জানান, তিনি স্ত্রী ও দুই কন্যা রুপাইয়া বিনতে ও রেজয়ানা বিনতেকে নিয়ে জানুকিসিংহ রোডের এম এ ম্যানশনের বাসায় দীর্ঘ দিন বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় তার বাসার উত্তর পাশে জানালার গ্রিল কেটে এক দুর্বিত্ত ভিতরে প্রবেশ করে। টের পেয়ে বড় মেয়ে দশম শ্রেনীর ছাত্রী রুপাইয়া ডাকচিৎকার দিলে মা দিল আফরোজ সিমু ছুটে আসেন। এসময় সিমুর সাথে ঐ দুর্বিত্তের ধস্তাদস্তির এক পর্যায়ে তার বুকে ছুরি বসিয়ে দেয়। পরে ভাঙ্গা জানালা দিয়েই পালিয়ে যায় অজ্ঞাত ওই ব্যক্তি। রাত সাড়ে ৩টায় মুমূর্ষ অবস্থায় সিমুকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আবু রায়হান জানিয়েছেন, নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য মতে গভীর রাতে ওই বাসায় চোর প্রবেশ করে নিহত সিমুকে ছুরিকাঘাতের পাশাপাশি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। তবে পুলিশের পক্ষ থেকে অন্যান্য কারণ গুলোও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, নিহতের স্বামী মাহমুদ আল জামাল এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়