Wednesday, July 10

প্রেমে সাড়া না দেয়ায় যশোরে স্কুলছাত্রীকে লাঞ্ছিত

যশোর: প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় যশোরে এক স্কুলছাত্রীর ওপর হামলা চালিয়েছে বখাটে শহিদুল। ঘটনার শিকার স্কুল ছাত্রী নুসরাত জাহান রজনীকে (১৪) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এ হামলার পর বুধবার দুপুরে ওই ছাত্রীর বাবা যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় বিথি নামে একজনকে আটক করেছে। 
ঘটনার শিকার ছাত্রীর স্বজনরা জানান, শহরের রেলগেট এলাকার মোসলেম উদ্দিনের ছেলে শহিদুল দীর্ঘদিন ধরে স্কুল ছাত্রী রজনীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। 
কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে বাড়ির সামনে তার ওপর হামলা চালায় শহিদুল। তাকে মারপিট করে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 
বুধবার এ ঘটনায় থানায় অভিযোগের পর পুলিশ শহিদুলের সহযোগী হিসেবে বিথি নামে এক মেয়েকে আটক করেছে। সে ওই এলাকার আব্দুল মান্নানের মেয়ে। 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানিয়েছেন, স্কুল ছাত্রীর ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বখাটে শহিদুলকে আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়