Wednesday, July 17

নরসিংদী পৌরসভার বাজেট ঘোষণা

নরসিংদী: নরসিংদী পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের আয়-ব্যায়ের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র মো: কামরুজ্জামান কামরুল বুধবার মোট ৮১ কোটি ৬৯ লক্ষ ২০ হাজার ১৫৫টাকার বাজেট ঘোষণা করেছেন। এতে আায় ধরা হয়েছে ৮১,৬৯,২০,১৫৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৭৮,৬৭,৩৭,৯০০টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩,০১,৯২,২৫৫ টাকা। এবারের বাজেটে  উল্লেখযোগ্য আয়  হচ্ছে গৃহ ও ভূমি কর আদায় ৫,৬৫,০০০০০টাকা, এডিপি ও ওয়ার্ল্ড ব্যাংক থেকে ৪৮,৫৬,২৮,৬৮০ টাকা, পানি সরবরাহ খাত থেকে ১৬,৩১,৪০,০০০টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ৩,৯৫,০০০০০টাকা এবং গত অর্থ বছরের উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩,১৩,১১,২৭৫টাকা। অন্যান্য আয়ের খাতগুলো হচ্ছে বিভিন্ন প্রকার লাইসেন্স প্রদান, ইজারা,বিভিন্ন ফরম সনদ ও ক্ষতিপূরণ পৌরসভার  দোকান ভাড়া সেলামী , ইমারত নির্মান কর ইত্যাদি। উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলো হচ্ছে কর্মচারীর বেতন,স্বাস্থ্য ও পয়প্রণালী,শিক্ষা,বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বিদ্যুত বিল।  বাজেট ঘোষণা উপলক্ষ্যে নরসিংদী পৌরসভা চত্বরে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদী পৌরসভার কাউন্সিলর বৃন্দ , সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা , শিক্ষক , ডাক্তার ,আইনজীবী সহ সর্বস্তরের জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদরের এমপি লে: কর্ণেল (অব:) মো: নজরুল ইসলাম হিরু বীর প্রতীক।  অনুষ্ঠানে মেয়র কামরুজ্জামান কামরুল বলেন,  নরসিংদী পৌরসভাকে সিটি রিজিওন প্রকল্পের আওতাভূক্ত করে সিআরডিপি প্রকল্পের মাধ্যমে ৩টি কার্যক্রমকে প্রাধান্য দেয়া হয়েছে। সেগুলো হচ্ছে নগর পরিবেশ ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো সমূহের  উন্নয়ন, আঞ্চলিক নগর পরিকল্পনার উন্নয়ন এবং কার্যকর ও টেকসই নগর উন্নয়নের জন্য পৌর ব্যবস্থাপনা শক্তিশালী করা ও সামর্থ্য বাড়ানো। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়