Tuesday, July 9

মুরসি বিরোধীদের থেকে সমর্থন প্রত্যাহার তাওয়াক্কুল কারমানের

ঢাকা : শান্তিতে নোবেল বিজয়ী ইয়েমেনি মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান মিশরে মুরসি বিরোধীদের প্রতি তার দেয়া সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে আগের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

তাওয়াক্কুল কারমান ইয়েমেনি আরব বসন্তের প্রথম সারির একজন নেত্রী। ইয়েমেনিরা তাকে ‘লৌহমানবী এবং ‘বিপ্লবের মা’ বলে আখ্যায়িত করেছিল। তিনি ইয়েমেনের আল ইসলাহ রাজনৈতিক দলেরও একজন সদস্য।

মুরসি বিরোধীদের থেকে সমর্থন প্রত্যাহার করে তাওয়াক্কুল তার এক ফেসবুক স্ট্যাটাসে ৩ জুলাই মুরসিকে ক্ষমতা থেকে উৎখাতের ঘটনাকে একটি ‘সেনা অভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করেন।

তাওয়াক্কুল বলেন, ‘আমি এক মহা চক্রান্তের শিকার হয়েছি। আমি এই ঘটনার নেপথ্যটা ঠিকমতো বুঝতে পারিনি। মিশরের ইতিহাসে সর্বপ্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পদত্যাগের দাবির সঙ্গে একমত পোষণ করার কারণে আমি মুক্ত বিশ্বের সবার কাছে ক্ষমা চাচ্ছি।’

মিশরের সেনাবাহিনী কর্তৃক নামাজরত মুরসি সমর্থকদের ওপর হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যায়িত করে এর নিন্দাও করেন তিনি।

এরআগে ২ জুলাই তিনি এক টুইটার বার্তায় মুরসি বিরোধীদের সমর্থনে বলেন, ‘তাহরির স্কয়ার একটি সমুদ্রের মতো যা সব সময়ই বিশুদ্ধ।’

২০১১ সালে তিনি প্রথম ইয়েমেনি ও প্রথম আরব এবং দ্বিতীয় মুসলিম নারী হিসেবে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পান। তিনি আরব বসন্তের ধারাবাহিকতায় ইয়েমেনের ‘জেসমিন বিপ্লবের’ সবচেয়ে জনপ্রিয় মুখ হিসেবে পরচিতি লাভ করেন।

২০০৫ সালে তিনি ‘ওমেন জার্নালিস্টস উইদাইট চেইন’ নামের একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। ২০০৭ সাল থেকে তিনি ইয়েমেনে গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে সাপ্তাহিক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা শুরু করেন। এরপর থেকেই মূলতঃ তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

এরপর ২০১১ সালে তিউনিসিয়ায় আরব বসন্ত শুরু হলে এর সমর্থনেও তিনি তার বিক্ষোভ সমাবেশ কর্মসূচিকে কাজে লাগান। তিনি ইয়েমেনে আরব বসন্তের নামকরন করেন ‘জেসমিন বিপ্লব’। ইয়েমেনের স্বৈরশাসক আলী আব্দুল্লাহ সালেহ এর শাসনের অবসান চেয়ে যারা ইয়েমেনে আন্দোলন করেন তাদের মধ্যে তাওয়াক্কুল একজন প্রধান নেতা।

এদিকে, মিশরে গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থনে এবং সোমবারের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন ইয়েমেনের নারীরা।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়