ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৌড়াইল মহল্লায় মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতের নাম সোহান-(৮)। সে মৌড়াইল গ্রামের দুলাল মিয়ার ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র।
সোহানের নানা হাসিম মিয়া বলেন, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে এসে সোহান বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষন ধরে না পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়