Friday, July 19

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে শেকেরটেক ২ নম্বর রোডের ৩৯ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতের সহকর্মী শাহআলম জানান, নির্মাণাধীন ওই ভবনে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জুয়েল। অচেতন অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, জুয়েলের বাবার নাম দুলাল হোসেন। গ্রামের বাড়ি শেরপুরের নখলায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়