:: মির্জাপুর প্রতিনিধি::
টাঙ্গাইলের মির্জাপুরে ভারতীয় ফেনসিডিলসহ নানা রকম মাদকের রমরমা ব্যবসা চলছে। ফলে একদিকে যেমন বাড়ছে মাদকসেবীর সংখ্যা তেমনই বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। সবকিছু দেখার পরও নিস্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন।
টাঙ্গাইলের মির্জাপুরে ভারতীয় ফেনসিডিলসহ নানা রকম মাদকের রমরমা ব্যবসা চলছে। ফলে একদিকে যেমন বাড়ছে মাদকসেবীর সংখ্যা তেমনই বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। সবকিছু দেখার পরও নিস্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন।
এ উপজেলায় প্রতিদিন সড়ক ও রেল পথে জোয়ারের পানির মতো ঢুকছে মাদক। এসব চালানের একটি বড় অংশ মোটরসাইকেল ও প্রাইভেটকারের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীকে উৎকোচ দিয়ে দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, চিলাহাটূ, কেকতীবাড়ি, আমবাড়ী, হিলি, চুয়াডাঙ্গা, বগুড়ার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে আসা হাজার হাজার বোতল ফেনসিডিল, হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট, কেজি কেজি হেরোইন ও গাঁজাসহ ক্ষতিকর মাদকদ্রব্য অবাধে বাংলাদেশে আসছে। আর একটি চক্র তার অধিকাংশ মাদক রেল ও সড়ক পথে মির্জাপুরে আনছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মাদক ব্যবসায়ী জানান, ঈদ, পুজা, মেলাসহ লোক সমাগম হয় এমন সব অনুষ্ঠানের সময় মাদকের বেশি চাহিদা থাকে। মাদক সেবীরা মোবাইল ফোনে চাহিদা জানালে নির্দিষ্ট জায়গায় তাদের চাহিদার মাদকটি পৌঁছে দেয়া হয়। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনদের মাসিক বখরা দিতে হয়। এতে মাদকবিরোধী কোন অভিযান পরিচালিত হলে তারা আগেভাগে তাদের সতর্ক করে দেয়।
মির্জাপুর পৌরসভা এলাকার কয়েকটি স্পটে অনেকটা প্রকাশ্যেই বিক্রি হচ্ছে হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য।
মির্জাপুর থানার আনুমানিক ৫শ গজ সামনে বাওয়ার রোডের দুটি স্পটে সরকার দলীয় প্রভাবশালী এক নেতা ও এক পুলিশ কনস্টেবলের ছেলে মাদকের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাছাড়া মির্জাপুর রেল স্টেশন এলাকা, নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, মির্জাপুর বাবু বাজার, কুতুব বাজার, পোস্টকামুরী, চুনাতী পাড়া নদীর ঘাট, ডিসি’র ডাকবাংলো এলাকা, বাইমহাটী পশ্চিম পাড়া, কুমুদিনী হাসপাতাল নদীর ঘাট, মির্জাপুর মুসলীম পাড়া, মির্জাপুর কলেজ ও হাই স্কুল মাঠ মাদক বিক্রি ও সেবীদের নিরাপদ আশ্রয়স্থল বলে জানা গেছে।
প্রায় প্রতি রাতেই এসব স্থানে মাদকের জমজমাট আসর বসলেও দেখার কেউ নেই। উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সখ্য থাকার কারণে তারা এলাকায় দাপিয়ে ব্যবসা করছে বলে জানা গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে। মাদকব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।--পরিবর্তন
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়