Sunday, July 28

ব্রিতে সভা নিষিদ্ধে নোটিশ, কালোব্যাজ ধারণ


গাজীপুর: ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরআরআই-ব্রি) সভা সমাবেশ নিষিদ্ধ করে নোটিশ দেয়ায় অবস্থান কর্মসূচি স্থগিত করে বিজ্ঞান সমিতির সদস্যরা কালোব্যাজ ধারণ করেছেন।

রোববার সকাল সাড়ে ৮টায় ব্রিতে সভা সমিতি নিষিদ্ধ করে আদেশ জারি করেন ব্রির মহাপরিচালক।

এ কারণে বিজ্ঞান সমিতির ডাকা অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়। পরে কলোব্যাজ ধারন করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন বৈজ্ঞানিক কর্মকর্তারা।

এর আগে গত শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিআরসি) সভায় রোববার ঢাকায় বিআরসির সামনে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রশাসন সব ধরনের সভা নিষিদ্ধ করে নোটিশ জারি করায় সে কর্মসূচি পালন করতে পারেননি তারা।

এদিকে, ব্রির মহাপরিচালকের উপস্থিতিতে দুই বৈজ্ঞানিক কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে শ্রমিক নেতা মামুন, খোরশেদ ও দুলালকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

এছাড়া ঘটনায় জড়িত শরীফুল ইসলামকে অন্যত্র বদলী করা হয়েছে। এরপর প্রশাসনের পক্ষ থেকে ব্রিতে সব ধরনের সভা-সমিতি, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি নিষিদ্ধ করা হয়।

ব্রির বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. আনছার আলী জানান, শনিবার বিআরসির সভায় দোষীদের বিচারের আশ্বাস দেয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন বিআরসির চেয়ারম্যান ড. মো. ওয়ায়েস কবির, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশারফ হোসেন, বিআরসির সদস্য, পরিচালক (প্রশাসন) মিরাজ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ) ড. খলিলুর রহমানপ্রমুখ এ আশ্বাস দেন। এর প্রেক্ষিতেই রোববারের কর্মসূচি স্থগিত করা হয়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত বুধ ও বৃহস্পতিবার এক ঘণ্টা করে কর্মবিরতি করা হবে। এছাড়া বৃহস্পতিবার গাজীপুরে প্রেস কনফারেন্স করা হবে।

সভা সমিতি নিষিদ্ধ করে প্রশাসনের নোটিশ জারির প্রেক্ষিতে ড. আনছার আলী বলেন, ব্রিতে অনেকগুলো সংগঠন রয়েছে। এ আদেশ তাদের গণতান্ত্রিক চর্চাকে খর্ব করবে। শ্রমিক নেতাদের শোকজ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ধারণা করেছিলাম তাদের সাসপেন্ড করা হবে। এরপর কমিটি গঠন করে এ ঘটনার তদন্ত হবে। কিন্তু তা করা হয়নি।

এ বিষয়ে ব্রির মহাপরিচালক ড. সাইদুল ইসলাম জানান, দুই পক্ষের উত্তেজনা কমাতে সাময়িকভাবে প্রতিষ্ঠানে সভা সমিতি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তিন শ্রমিককে শোকজ করা হয়েছে। ঘটনার তদন্তে কমিটি গঠিত হয়েছে। কমিটির চূড়ান্ত রিপোর্টের পর দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া বা সাসপেন্ড করা হবে। প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম হচ্ছে দাবি করে তিনি বলেন, উত্তেজনার প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 
উল্লেখ্য,গত ২২জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’জন বিজ্ঞানীকে লাঞ্ছিত করা হয়। এরপর জয়দেবপুর কর্মসূচি দেয় বিজ্ঞান সমিতি। থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হয়। বদলী করা হয় তিনজন শীর্ষ বৈজ্ঞানিক কর্মকর্তাকে। এরপরও জড়িতদের শাস্তি দাবি করে বিজ্ঞান সমিতি কর্মসূচি ঘোষণা করে।

বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়