দক্ষিন কোরিয়ার ইনচন শহরে অনুষ্ঠিতব্য ৪র্থ এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসের দলগত র্যাপিড দাবা টুর্নামেন্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ১ম ও ২য় রাউন্ডের খেলা গতকাল অনুষ্ঠিত হয়। ২য় রাউন্ড শেষে বাংলাদেশ দল ২ পয়েন্ট অর্জন করে। ২য় রাউন্ডের খেলায় বাংলাদেশ থাইল্যান্ডকে ৩.৫-.৫ পয়েন্টে পরাজিত করে। আর্ন্তজাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর থাইল্যান্ডের থানারোট্রুং রাটচাপনকে, মহিলা আর্ন্তজাতিক মাস্টার শামীমা আক্তার লীজা আত্তাওরাডেজ ওরাসুদা এবং মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন থানারোট্রুং নাতকৃট্টাকে পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ কুলপ্রুইথানন ট্যান্ডনের সাথে ড্র করেন। প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ শক্তিশালী দল চীনের কাছে ১-৩ পয়েন্টে পরাজিত হয়। কেবল মাত্র শিরিন চীনের মহিলা গ্র্যান্ডমাস্টার গুও কি এর বিপক্ষে জয়লাভ করেন। তাছাড়া নিয়াজ চীনের জু জানগির কাছে, সাগর গ্র্যান্ডমাস্টার জিউ দেশান এর কাছে এবং লিজা গ্র্যান্ডমাস্টার হোও যিফানের কাছে পরাজিত হন। গ্র্যান্ডমাস্টার জিউ দেশান এর সাথে সাগরের অবস্থান ভালো থাকলেও শেষ পর্যন্ত তিনি তা ধরে রাখতে পারেননি।
ডিনিউজবিডি/সোহেল
ডিনিউজবিডি/সোহেল
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়