ঢাকা : ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুসলিম ব্রাদারহুডকে মন্ত্রিসভায় স্থান দেয়ার প্রস্তাব দেবেন- বলেছেন মিশরের নতুন মনোনীত প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাওয়ি।আল-বেবলাওয়ির এ প্রস্তাবকে আপাত দৃষ্টিতে একটি সমঝোতার চেষ্টা বলেই ধারণা করা হচ্ছে।মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করার আগ পর্যন্ত ভবিষ্যৎ কোনো সরকারে তাদের কোনো ভূমিকা থাকবে না- বিবিসিকে বলেছেন ব্রাদারহুডের একজন সিনিয়র কর্মকর্তা।ব্রাদারহুড ইতোপূর্বে মিশরের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আদলি মানসুরের দেয়া নির্বাচনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।তবে মিশরের অন্তর্বর্তীকালীন সরকারের মনোনীত প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাওয়ি রাজনৈতিক দরকষাকষির ইঙ্গিত দিল।-ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়