ঢাকা : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির নানা অভিযোগ বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সভাপতি তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি অস্বাস্থ্যকর কথা ও অভিযোগ করতে করতে এখন ক্লান্ত। আর এটা বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্য বলেও মন্তব্য করেন তিনি।
আজ শনিবার আওয়ামী লীগের ধানমন্ডীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের জবাবে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কোথায়ও কোন অভিযোগ নেই। তারপরও তারা নির্বাচন নিয়ে নানা কল্পকাহিনী তৈরি করছে। অস্বাস্থ্য কথা বলতে বলতে তারা (বিএনপি) ক্লান্ত হয়। এটা বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্য।
তিনি বলেন, বিএনপি সুবিধাবাদী দল। তারা কখনও নির্বাচন করে আবার কখনও নির্বাচন করে না। আমি ভয় পেয়েছিলাম শেষ পর্যন্ত তারা নারায়ণগঞ্জের মতো নির্বাচন বয়কট করে কিনা। যাক শেষ পর্যন্ত তারা নিবাচন করছে।
তোফায়েল বলেন, আজকে তারা (বিএনপি) নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছে বর্তমান সরকার আমলে নিরপেক্ষ নির্বাচন হয়। এতে প্রমাণ হয়েছে তত্ত্বাবধায়ক ছাড়াই সুষ্ঠু নির্বাচন হয়। আওয়ামী লীগ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী।
তিনি বলেন, বিএনপি কথায় কথায় সেনাবাহিনী চায়। বর্তমান নির্বাচন কমিশন এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন নয়। বর্তমান প্রধান নির্বাচন কমিশনারহ নির্বাচন কমিশন নিরপেক্ষ।
এক প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, তাদের নানা অভিযোগের উত্তর আমরা দিতে পারব না। তাদের অভিযোগের উত্তর দিবে জনগণ। বিএনপি নেতারা এর আগের ৪ সিটি নির্বাচনেও নানা অভিযোগ এনেছে। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য।
তিনি বলেন, সারা বিশ্বে যে পদ্ধতিতে নির্বাচন হয়। আগামী জাতীয় নির্বাচনও সেভাবেই হবে।--ডিনিউজ
আজ শনিবার আওয়ামী লীগের ধানমন্ডীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের জবাবে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কোথায়ও কোন অভিযোগ নেই। তারপরও তারা নির্বাচন নিয়ে নানা কল্পকাহিনী তৈরি করছে। অস্বাস্থ্য কথা বলতে বলতে তারা (বিএনপি) ক্লান্ত হয়। এটা বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্য।
তিনি বলেন, বিএনপি সুবিধাবাদী দল। তারা কখনও নির্বাচন করে আবার কখনও নির্বাচন করে না। আমি ভয় পেয়েছিলাম শেষ পর্যন্ত তারা নারায়ণগঞ্জের মতো নির্বাচন বয়কট করে কিনা। যাক শেষ পর্যন্ত তারা নিবাচন করছে।
তোফায়েল বলেন, আজকে তারা (বিএনপি) নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছে বর্তমান সরকার আমলে নিরপেক্ষ নির্বাচন হয়। এতে প্রমাণ হয়েছে তত্ত্বাবধায়ক ছাড়াই সুষ্ঠু নির্বাচন হয়। আওয়ামী লীগ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী।
তিনি বলেন, বিএনপি কথায় কথায় সেনাবাহিনী চায়। বর্তমান নির্বাচন কমিশন এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন নয়। বর্তমান প্রধান নির্বাচন কমিশনারহ নির্বাচন কমিশন নিরপেক্ষ।
এক প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, তাদের নানা অভিযোগের উত্তর আমরা দিতে পারব না। তাদের অভিযোগের উত্তর দিবে জনগণ। বিএনপি নেতারা এর আগের ৪ সিটি নির্বাচনেও নানা অভিযোগ এনেছে। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য।
তিনি বলেন, সারা বিশ্বে যে পদ্ধতিতে নির্বাচন হয়। আগামী জাতীয় নির্বাচনও সেভাবেই হবে।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়