Friday, July 12

সমঝোতার পথ এখনও খোলা আছে: মওদুদ

ঢাকা: সরকারের সামনে এখনও সমঝোতার পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
 
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
মওদুদ বলেন, এই সরকারের সামনে এখন দুটি পথ, একটি হলো সংঘাত, অন্যটি সমঝোতা। সংঘাতের পথ নিলে পরিণতি হবে আরো ভয়ঙ্কর ও করুণ হবে বলে মন্তব্য করেন তিনি।
 
সরকারের ব্যর্থতাই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে তাদের পরাজয়ের কারণ উল্লেখ করেন মওদুদ। তিনি বলেন, হেফাজতের ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য না আসায় পাঁচ সিটি নির্বাচনে মানুষের রায় সরকারের বিপক্ষে গিয়েছে।
 
মওদুদ বলেন, দেশে শাসন নয়, দুঃশাসন করেছেন। তার ফলেই জনগণের রায় আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। কোনো নির্বাচনেই এই সরকারের জয়ের সম্ভাবনা নেই।
 
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মওদুদ বলেন, নির্দলীয় সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনা হতে পারে, তবে নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে, এর কোনো বিকল্প নেই।
 
স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি মো. কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়