Monday, July 8

ফেদেরারের অবনমন

ঢাকা:সর্বশেষ এটিপি র‌্যাঙ্কিংয়ে দশ বছরের মধ্যে এই প্রথম পাঁচ নম্বরে নেমে গেছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার ফেদেরার। এক ধাপ করে এগিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে উঠে এসেছেন যথাক্রমে স্পেনের ডেভিড ফেরার ও রাফায়েল নাদাল। প্রথম দুই স্থান ধরে রেখেছেন সাবির্য়ার নোভাক জোকোভিচ ও ৭৭ বছর পর বৃটিশদের উইম্বলডন শিরোপা উপহার দেয়া অ্যান্ডি মারে। ২০০৩ সালের ২৩ জুন সর্বশেষ পাঁচ নম্বরে ছিলেন সুইস তারকা ফেদেরার। তার দুই সপ্তাহ পরেই ক্যারিয়ারের প্রথম উইম্বলডন জয় করেন তিনি। এরপর একের পর এক রেকর্ড গড়ে সর্বোচ্চ ৩০২ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন তিনি।
কিন্তু উইম্বলডনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসর শুরু করলেও অঘটনের শিকার হয়ে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেন তিনি। আর এ কারণেই র‌্যাঙ্কিংয়ে তার এই বড় ধরনের পতন। মেয়েদের র‌্যাঙ্কিংও বড় একটা লাফ দিয়েছেন উইম্বলডনের নতুন রানি ফ্রান্সের মারিয়ন বার্তোলি। ১৫তম স্থান থেকে সপ্তমে উঠে এসেছেন তিনি। শীর্ষে যথারীতি আছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।


ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়