Monday, July 22

যশোরে এক কেজি হেরোইন উদ্ধার


শোর: ২৬ বিজিবি যশোর ক্যাম্পের সদস্যরা কপোতাক্ষ ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে যশোর রেলস্টেশন থেকে এ হেরোইন উদ্ধার হয়েছে। 
২৬ বিজিবি যশোরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অপারেশন অফিসার মেজর রায়হানের নেতৃত্বে বিজিবির একটি দল রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালায়। ট্রেনের বগি থেকে  দু’টি প্যাকেটে এক কেজি হেরোইন উদ্ধার করো। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা বলে বিজিবি জানায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়