সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): সিদ্ধিরগঞ্জে দাম্পত্য কলহের জের ধরে লতা বেগম আন্না(২৪) নামে এক গৃহবধুকে খুন করেছে তার পাষন্ড স্বামী আশরফুল ইসলাম সাগর(৩৫)। খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টায় এসআই জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পেটে লোহার পাত দিয়ে আঘাতের ৭টি দাগ রয়েছে। শুক্রবার সকালে থানার পাইনাদী হাজী নগর এলাকায় সৈয়দ মোহাম্মদের বাড়িতে এ খুনের ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী সাগর মিয়া পালাতক। নিহত লতা ফরিদপুর জেলার আলফাভাঙ্গা থানার বাজরা গ্রামের কুট্টি মিয়ার মেয়ে। অপরদিকে হত্যাকারী পাষন্ড স্বামী সাগর মিয়া ময়মনসিংহ জেলার কতোয়ালী থানার শিলপাড়া এলাকার সব্বত আলীর ছেলে ।
নিহতের ভাই আজাদ জানান, সাগর ছিল লতার দ্বিতীয় স্বামী। ৬/৭ মাস আগে তাদের বিয়ে হয়। তাদের সাথে লতার আগের সংসারের একটি মেয়ে ইতি (১০) থাকত। পরিবারের কাউকে না জানিয়ে গোপনে তারা এ বিয়ে করে। লতা আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করত। বিয়ের পর থেকে প্রায় সময়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত।
নিহতের মেয়ে ইতি জানায়, ঘটনার রাত থেকেই তারা বাবা-মা ঝগড়া করছিল। সকাল সাড়ে ৭টার দিকে তাকে মাছ কেনার জন্য বাজারে পাঠায়। বাজার শেষে বাসায় ফিরে বিছানায় শোয়া অবস্থায় তার মায়ের লাশ দেখে এবং বাসায় তার বাবা সাগর নেই।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান জানান, উর্ধ্বতন কতৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।--ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়