ঢাকা : ভারতের মুম্বাইয়ে একটি পোশাক কারখানা ধসে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৪ জন।
বৃহস্পতিবার দোতলা ভবনটি ধসে পড়ার সময় কারখানায় কাজ করছিলো ৪৬ জন শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিয়ম না মেনে ভবন নির্মাণই ধসের কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় ভবন মালিক, স্থপতি ও নির্মাতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে এ নিয়ে তিনটি বড় ধরনের ভবনধসের ঘটনা ঘটলো।--ডিনিউজ
বৃহস্পতিবার দোতলা ভবনটি ধসে পড়ার সময় কারখানায় কাজ করছিলো ৪৬ জন শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিয়ম না মেনে ভবন নির্মাণই ধসের কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় ভবন মালিক, স্থপতি ও নির্মাতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে এ নিয়ে তিনটি বড় ধরনের ভবনধসের ঘটনা ঘটলো।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়