কুয়াকাটা(পটুয়াখালী): পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত থেকে আবুল কাশেম (৫৫) নামক এক জেলের অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছে। শনিবার দুপুরে ঝাউবাগান সংলগ্ন সৈকত থেকে এ লাশটি উদ্ধার করা হয়। লাশটি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ইয়াকুব আলী ছেলে আবুল কাশেম বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানান, গত ২৫ জুলাই বৃহস্পতিবার বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় একটি ট্রলার ১২ জন জেলেসহ কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে ডুবে যায়। ওই দিনই অপর একটি ট্রলারে ১১ জন জেলেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। ট্রলার মালিক আলী হোসেনের বড় ভাই জেলে আবুল কাশেম নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে জোয়ারের পানিতে অর্ধগলিত লাশটি সৈকতে ভেসে আসলে স্থানীয়রা দেখতে পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করেছেন। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে বলে ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান।--ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়