বেনাপোল (যশোর): ১৯ জুলাই। বেনাপোল পোর্ট থানার পুটখালী স্কুল মাঠ এলাকা থেকে শুক্রবার বেলা ১১ টায় ৬০ লাখ টাকা মুল্যের ১০ পিচ সোনার বারে ১’শ ভরি সোনা সহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি০ সদস্যরা।
আটককৃতরা হচ্ছে পুটখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে মফিজুর রহমান(২১) ও একই এলাকার আব্বাস আলীর ছেলে আলমগীর(২২) ।
খুলনা ২৩ ব্যাটলিয়নের টু আইসি মেজর হামিদ জানান, বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল জলিল খুবই দক্ষতার সহিত শুক্রবার সকালে ১০ ভরি ওজনের ১০টি সোনার বারে ১’শ ভরি সোনা সহ ২ যুবককে আটক করেছে। যার আনুমানিক বাজার মুল্য প্রাায় ৬০ লাখ টাকা। আটক দুই যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত সোনা শার্শা উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিেিত পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।--ডিনিউজ
আটককৃতরা হচ্ছে পুটখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে মফিজুর রহমান(২১) ও একই এলাকার আব্বাস আলীর ছেলে আলমগীর(২২) ।
খুলনা ২৩ ব্যাটলিয়নের টু আইসি মেজর হামিদ জানান, বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল জলিল খুবই দক্ষতার সহিত শুক্রবার সকালে ১০ ভরি ওজনের ১০টি সোনার বারে ১’শ ভরি সোনা সহ ২ যুবককে আটক করেছে। যার আনুমানিক বাজার মুল্য প্রাায় ৬০ লাখ টাকা। আটক দুই যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত সোনা শার্শা উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিেিত পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।--ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়