Sunday, July 28

খালি হাতেই ঢাকা ফিরছেন দীপু মনি: আনন্দবাজার

ঢাকা : তিস্তা ও সীমান্ত চুক্তির বিষয়ে বরফ গলেনি ভারতের।  বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বৈঠক করেছেন বিজেপি নেতৃত্ব অরুন জেটলির সাথে। বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথেও। এ ছাড়া ভারতের বিদেশ মন্ত্রী সালমান খুরশীদের সাথে ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন দীপু মনি। স্বাভাবিকভাবে এসব আলোচনা উঠে এলো। কিন্তু তিস্তার জল গড়ায়নি। সীমান্ত চুক্তির কোনো ইঙ্গিতও মিললো না তাদের কাছ থেকে। জটও ছাড়ালো না। 

শনিবার কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এখবর প্রকাশ করেছে। খবরটির শিরোনাম  ‘খালি হাতে ঢাকা ফিরছেন দীপু মনি।

জেটলি-দীপু বৈঠকের পর বিজেপি সূত্রের বক্তব্য যদিও এটি বিদেশ নীতির বিষয় এবং তারাও বাংলাদেশ বিরোধী নন তবুও সীমান্ত চুক্তির বিষয়ে সংসদে আনা বিলটি  অদুর ভষ্যিতে সমর্থন করার কোনো কারণই নেই। বিজিপির এক নেতার উদ্ধৃতি দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় ‘বাংলাদেশের ভোট তো আর আমাদের উদ্বেগের বিষয় হতে পারে না’।
প্রতিবেদনে আরও বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি অবশ্য মনে করেন ভারত অচিরেই তার ‘অভ্যন্তরিণ বিষয়টি’  মিটিয়ে ফেলবে। তিনি জানিয়েছেন, গত  সাড়ে চার বছরে দুদেশের বন্ধুত্বে যে অগ্রগতি, যে সফলতা পাওয়া তার ওপর ভিত্তি করে কিছু করে দেখান। দীপু মনি জানিয়েছেন, ‘অরুন  জেটলির সঙ্গে বন্ধুত্বপর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেছেন ভারত-বাংলাদেশ মৈত্রী এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে তার দলের সমর্থন রয়েছে। আমি সংসদে স্থল চুক্তির ব্যাপারে সমর্থন দেওয়ার অনুরোধ জানিয়েছি। তিনি বলেছেন সতীর্থদের সাথে কথা বলে জানাবেন।’  
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতরের খবর -তিস্তা ও সীমান্ত চুক্তি বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিলটি আসন্ন বর্ষাকালীন অধিবেশনে তোলা হবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রীকে আরও জানানো হয়েছে ভারত সরকার এ ব্যাপারে জাতীয় একমত্য তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিস্তা নিয়ে দুদেশ তথ্য পরিসংখ্যান ভাগ করে নিচ্ছে ।
চুক্তি না হলে বাংলাদেশের নির্বাচনে তার প্রভাব পড়বে কিনা এমন প্রশের জবাবে ডা. দীপু মনি বলেন,  চুক্তিগুলি সম্পন্ন না হলে তা হবে হতাশাব্যঞ্জক। এমনকি তার পরিনামও দেশে পড়তে পারে। তিনি বলেন, বাংলাদেশের বিগত সরকার এ বিষয় নিয়ে আদৌ অগ্রসর হয়নি।  --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়