Wednesday, July 17

এই রায় সরকারের সাজানো নাটক: জামায়াত

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাকে সরকারের সাজানো নাটক বলে অভিযোগ করেছে জামায়াত।

বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতে ওই রায় ঘোষিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান আযাদ এমপি এ অভিযোগ করেন।

তিনি বলেন, যেসব অভিযোগে মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেগুলোর কোনটিই প্রমাণ করতে পারেন নি প্রসিকিউশন। তারপরও সরকারের ছকে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। যা তার প্রতি সম্পূর্ণ অন্যায় করা হয়েছে।  

রমজানে হরতাল দেওয়া ইসলাম সম্মত কি না এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এর জন্য সরকারই সম্পূর্ণ দায়ী। রমজানে মানুষকে কষ্ট দিতেই আমাদের নেতাদের বিরুদ্ধে একের পর এক রায় দিচ্ছে।  

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার যতই অপচেষ্টা করুক না কেন জামায়াতকে দমানো যাবে না। এটা বরং সরকারের জন্য বুমেরাং হবে।

তিনি বলেন, এই মামলার পুরো তদন্তকালে রাজাকার, আল বদর, আল শামস বা শান্তি কমিটির কোনো তালিকাতেই মুজাহিদের নাম ছিল না বা পাওয়া যায়ানি। তাহলে এখানেই প্রমাণ হয় মুজাহিদের বিরুদ্ধে আনা ‘আল বদর কমান্ডার’ অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়