Wednesday, July 31

তাপ সতর্কাবস্থায় চীন

পুরো বিশ্বের পাশাপাশি চীনও উত্তপ্ত হয়ে উঠেছে। চীনের একাংশে রেকর্ড পরিমাণ তাপমাত্রা বেড়েছে। ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে প্রথমবারের মতো তাপ সতর্কাবস্থা জারি করেছে দেশটির আবহাওয়া বিষয়ক প্রশাসন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, চীনের গুরুত্বপূর্ণ শহর সাংহাইয়ে হিটস্ট্রোকে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। গত ১৪০ বছরে সবচাইতে গরম পড়েছে সাংহাইতে।
সাংহাইয়ের গরম এমন অবস্থায় গিয়ে ঠেকেছে যে ফুটপাতে মাংস ফ্রাই করে দেখিয়েছে স্থানীয় সাংহাই টিভি। মাত্র ১০ মিনিটে বেশকিছু মাংস মার্বেল পাথরের ফুটপাতের উপর রেখে ফ্রাই করা হয়।
পরবর্তীতে বিভিন্ন অনলাইন মাধ্যমে ফ্রাই করা মাংসের সসেজের ছবি ছড়িয়ে পড়লে তাপমাত্রার ভয়াবহতা টের পায় স্থানীয় অধিবাসীসহ প্রশাসন। তাপানুকূল যন্ত্রসহ বেঁচে থাকাই অসম্ভব বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
চীনের আনহুই, জিয়ানসু, হিউনান, হুবেই, সাংহাই ও চোংকিংসহ মোট নয়টি প্রদেশে এই তাপ সতর্কবস্থা জারি হয়েছে।
সাংহাই আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী গত ২৪ দিনে সাংহাইয়ের তাপমাত্রা ৩৫ ডিগ্রী কখনো বা ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপর উঠেছে।
সূত্র: বিবিসি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়