ঢাকা: ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি করতে শেষ চেষ্টা হিসেবে দেশটির বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে সরাসরি আলোচনায় বসছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বুধবার টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এ বিষয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত প্রতিবেদন জানানো হয়, ভারতে আগামী ৫ আগস্ট শুরু হতে যাওয়া রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশনে বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তির বিলটি তুলছে ক্ষমতাসীন কংগ্রেস তথা মনমোহন সিংয়ের সরকার। তবে এখন পর্যন্ত দলটি এ সম্পর্কে বিরোধীদের সমর্থন আদায় করতে পারেনি। তাই শেষ চেষ্টা হিসেবে দেশটির বিরোধী দল বিজেপির সমর্থন আদায়ের চেষ্টা করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের একটি সরকারি সূত্রের উদৃতি দিয়ে জানানো হয়, চলতি সপ্তাহের শেষের দিকে এ ব্যাপারে কথা বলতে দীপু মনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের বিরোধী দলীয় নেতা অরুণ জেটলির সঙ্গে দেখা করবেন।
এই বিলটি পাস করতে হলে ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভায় অন্তত দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার কংগ্রেসের। যা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের নেই। আর সেজন্যই বিরোধী দলের সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে কংগ্রেস সরকার আগ্রহ দেখালেও বিজেপি অনেকদিন থেকেই এর তীব্র বিরোধীতা করে আসছে।
জানা যায়, একটি অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার দীপু মনি ভারত সফর করবেন। এসময় তিনি বিজেপি নেতা অরুণ জেটলি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গেও দেখা করবেন।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আওতায় ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় প্রটোকল স্বাক্ষর হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যকার স্থলসীমান্ত চুক্তির বিষয়টি লাইমলাইটে আসে। তবে এ নিয়ে তীব্র বিপত্তির মুখে পড়তে হয় দেশটির বিরোধী দলের আপত্তির জন্য।
স্থলসীমান্ত চুক্তি ও প্রটোকলের আওতায় ভারতের ভেতরে বাংলাদেশের মোট সাত হাজার ১১০ একর আয়তনের ৫১টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের মোট ১৭ হাজার ১৬০ একর আয়তনের ১১১টি ছিটমহল বিনিময়ের কথা রয়েছে। আর এ নিয়েই আপত্তি তুলেছে বিরোধী দল বিজেপি। তারা বলছে, ছিটমহল বিনিময়ের মাধ্যমে ভারতের প্রায় ৭ হাজার একর বেশি জমি বাংলাদেশের কাছে চলে যাবে।--ডিনিউজ
প্রকাশিত প্রতিবেদন জানানো হয়, ভারতে আগামী ৫ আগস্ট শুরু হতে যাওয়া রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশনে বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তির বিলটি তুলছে ক্ষমতাসীন কংগ্রেস তথা মনমোহন সিংয়ের সরকার। তবে এখন পর্যন্ত দলটি এ সম্পর্কে বিরোধীদের সমর্থন আদায় করতে পারেনি। তাই শেষ চেষ্টা হিসেবে দেশটির বিরোধী দল বিজেপির সমর্থন আদায়ের চেষ্টা করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের একটি সরকারি সূত্রের উদৃতি দিয়ে জানানো হয়, চলতি সপ্তাহের শেষের দিকে এ ব্যাপারে কথা বলতে দীপু মনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের বিরোধী দলীয় নেতা অরুণ জেটলির সঙ্গে দেখা করবেন।
এই বিলটি পাস করতে হলে ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভায় অন্তত দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার কংগ্রেসের। যা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের নেই। আর সেজন্যই বিরোধী দলের সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে কংগ্রেস সরকার আগ্রহ দেখালেও বিজেপি অনেকদিন থেকেই এর তীব্র বিরোধীতা করে আসছে।
জানা যায়, একটি অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার দীপু মনি ভারত সফর করবেন। এসময় তিনি বিজেপি নেতা অরুণ জেটলি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গেও দেখা করবেন।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আওতায় ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় প্রটোকল স্বাক্ষর হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যকার স্থলসীমান্ত চুক্তির বিষয়টি লাইমলাইটে আসে। তবে এ নিয়ে তীব্র বিপত্তির মুখে পড়তে হয় দেশটির বিরোধী দলের আপত্তির জন্য।
স্থলসীমান্ত চুক্তি ও প্রটোকলের আওতায় ভারতের ভেতরে বাংলাদেশের মোট সাত হাজার ১১০ একর আয়তনের ৫১টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের মোট ১৭ হাজার ১৬০ একর আয়তনের ১১১টি ছিটমহল বিনিময়ের কথা রয়েছে। আর এ নিয়েই আপত্তি তুলেছে বিরোধী দল বিজেপি। তারা বলছে, ছিটমহল বিনিময়ের মাধ্যমে ভারতের প্রায় ৭ হাজার একর বেশি জমি বাংলাদেশের কাছে চলে যাবে।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়