কুমিল্লা: উপজেলার দৌলখাঁড়ে কালাম ব্রিক ম্যানু: এর মালিক আবুল কালাম ড্রেজার মেশিন দিয়ে ফিল্ড সংলগ্ন গর্ত থেকে অবৈধভাবে বালু উত্তোলন কওে যাচ্ছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল আরীফ গোপন সূত্রে সংবাদ পেয়ে কালামের হ্যান্ডফোনে বালু উত্তোলন বন্ধ করার মৌখিক নির্দেশ দেয়। নির্দেশ মতে ২/১ দিন বন্ধ থাকার পর স্থানীয় এক আ’লীগ নেতার প্রত্যক্ষ মদদে প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে পুনরায় উত্তোলনের কার্যক্রম চালাতে থাকে। বর্তমানেও অব্যাহত আছে।
জানা গেছে, এর আগেও কালাম ফসলি জমিতে ব্রিক ফিল্ড করে তার পাশে মাটির জন্য ৩/৪ টা পর্যন্ত গর্ত করে। সে গর্ত থেকে কয়েক লাখ ঘনফুট বালু উত্তোলন করে। বালু উত্তোলনের দরুন আশেপাশে কৃষকদের ফসলি জমি ভাঙ্গনের মুখে পড়ে।
ভাঙ্গনের কবলে পাশের গ্রাম ভোলাকোট ধসে যেতে পারে এ আতঙ্ক ছড়িয়ে পড়লে গ্রামবাসী কালামকে বালু উত্তোলন বন্ধ করার অনুুরোধ জানালে সে সময় তাদের নাজেহাল হতে হয়েছে। সে কারণে এখন আর কেউ প্রতিবাদ বা অভিযোগ করার সাহস পায় না। এছাড়া কালাম একটু বদমেজাজী টাইপের লোক। বিভিন্ন সময় ফিল্ডের শ্রমিকরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে। বালু উত্তোলনের সত্যতা স্বীকার করে নির্বাহী কর্মকর্তা মৌখিকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন জানান। কিন্তু বর্তমানেও উত্তোলন অব্যাহত আছে সে বিষয়ে তিনি জানেন না বলে জানান। বালু উত্তোলন বন্ধ করার জন্য এলাকাবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। --ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়