Thursday, July 18

যশোর হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশ নিষেধ


যশোর: যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে কঠোর অবস্থান নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওষুধ কোম্পানির কোন প্রতিনিধিকে হাসপাতাল ক্যাম্পাসে দেখা গেলে তাকে গ্রেফতার করা হবে।
যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা. সালাউদ্দিন আহমদ জানান, চিকিৎসকরা রোগী দেখার সময় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাদের রুমে গিয়ে ভিজিট করে থাকেন। শতাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এমন যাতায়াতের ফলে রোগীদের সেবা প্রদানে কখনও কখনও বিঘœ হয়ে থাকে। তাছাড়া রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে টানাটানির অভিযোগও রয়েছে কোম্পানি প্রতিনিধিদের বিরুদ্ধে। এসব কারণে হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লে¬খ্য, এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিজিটের জন্য শনি ও মঙ্গলবার নির্ধারণ করে দেন। কিন্তু দেখা যায় প্রতিদিনই কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের রুমে গিয়ে ভিড় করেন। আর শনিবার ও মঙ্গলবার তাদের ভিড়ে রোগীরা চিকিৎসকদের কাছে যেতে পারেন না। যেকারণে বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়