নরসিংদী: বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী শহর শাখা ও নরসিংদী সরকারী কলেজ শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে নরসিংদী জেলা ছাত্রলীগ ১৮ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তি এই দুটি কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নরসিংদী শহর শাখার সভাপতি মফিজুর রহমান চৌধুরী সুমন ওরফে মতি সুমন, সাধারণ সম্পাদক শিহাব আহমেদ’র নেতৃত্বে গঠিত কমিটি এবং নরসিংদী সরকারী কলেজ শাখার সভাপতি আঙ্গুর মোল্লা ও সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম লেনিনের নেতৃত্বে গঠিত কমিটি দীর্ঘ দিন যাবত কোন সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকান্ড চালাতে ব্যর্থ হওয়ায় এবং কমিটি দুটির মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে যাওয়ায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই কমিটি দুটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। এদিকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম লেনিন জানিয়েছেন, জেলা ছাত্রলীগের বাধার কারনেই কারনেই শহর কমিটি ও কলেজ কমিটি কোন কার্যক্রম চালাতে পারেনি। এই দুই কমিটির ব্যর্থতার দায় জেলা কমিটি এড়াতে পারবে না। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের আভ্যন্তরীন কোন্দলের কারনেই ছাত্রলীগের বিভক্তি দেখা দেয়। এরই জের ধরে এই দুই কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। --ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়