Wednesday, July 10

যশোরে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা ও চা বিক্রেতা নিহত

যশোর: বুধবার দুপুরে যশোরে আলাদা স্থানে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা ও চা বিক্রেতার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে মণিরামপুর উপজেলার হাজরাকাঠি-বেলতলার একতা ইটভাটার মোড়ে মুক্তিযোদ্ধা লোকমান হোসেন তালুকদার (৬২) তার ভগ্নিপতির মৃত্যুর সংবাদ পেয়ে কেশবপুর বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে নোয়ালি-কাঁঠালতলা গ্রামে যাওয়ার সময় সোনালী ভাটার ইট বোঝায় যশোর-ড-১১০৯৭৩ নম্বরের একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় লোকমান মারা যান এবং মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হন। আহতকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। 
মণিরামপুর থানার এসআই নিশিকান্ত জানান, লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে ত্রিমোহিনি বাজারে আটক করা হয়।
এদিকে যশোরের শিল্প শহর নওয়াপাড়া বাজারের অদূরে পীর বাড়ী মসজিদের সামনে উপজেলার একতারপুর গ্রামের চা বিক্রেতা আবুল হোসেন শেখ (৪০) নওয়াপাড়া বাজার থেকে দোকানের মালামাল কিনে বাড়ি ফেরার পথে খুলনাগামী ঢাকা মেট্রে ট ১১-১১২৮ নম্বর একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে পড়ে যায়। পরে ট্রাকের চাকা তার বুকের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়