ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী শিল্পী বেগম-(১১)। শুক্রবার পুলিশ উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর গ্রামে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কনে ও তার মাতা। পুলিশ কনের চাচা আজহার মিয়া-(৩৫)কে আটক করেছে। শিল্পী বেগম উপজেলার পানিশ্বর ইউনিয়নের মৃত লুলু মিয়ার কন্যা ও শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রতিবেশীদের বাধা উপেক্ষা করে শিল্পীর সাথে তার আপন খালাতো ভাই সদর উপজেলার তেলিনগর গ্রামের ইদ্রিছ মিয়ার পুত্র শাহ আলম (২৩) এর বিয়ের দিন ধার্য করে শিল্পীর মা কোহিনুর বেগম। শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর মাধ্যমে অবহিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহাম্মদ এমরান হোসেন। গতকাল শুক্রবার সকালে বিয়ে বাড়িতে বরযাত্রী পৌঁছার পূর্বেই ইউএনও’র নির্দেশে বাল্যবিয়ে বন্ধ করতে পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কনে শিল্পী ও তার মা কোহিনুর বেগম। পুলিশ বিয়ে বাড়ি থেকে শিল্পীর চাচা আজহার মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পন্ড হয়ে যায় বিয়ের অনুষ্ঠান।--ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়