Thursday, July 4

বরিশাল সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মশিউর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জামালকে স্ট্যান্ড রিলিজ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বদলী করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন শাখার এ সংক্রান্ত একটি আদেশ বরিশাল সিটি কর্পোরেশনে পৌচেছে বলে জানা গেছে। ওই আদেশে স্ট্যান্ড রিলিজ হওয়া ওই দুই কর্মকর্তাকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। তবে ওই আদেশে বদলীর কোন কারন উল্লেখ করা হয়নি। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস দুই কর্মকর্তার বদলীর আদেশ প্রাপ্তির কথা স্বীকার করে বলেছেন বদলীর এ ঘটনা স্বাভাবিক। মন্ত্রনালয় কাজের স্বার্থে যে কাউকে বদলী করতে পারে। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট কাম হিসাব রক্ষন কর্মকর্তা মশিউর রহমানের অন্যত্র বদলীর কারনে আগামী অর্থ বছরের বাজেট ঘোষনা কিছুটা দেরীতে হতে পারে বলে কর্পোরেশনের একটি সূত্র দাবি করেছে। যদিও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়ে ১ নং প্যানেল মেয়র আলতাফ মাহামুদ সিকদার মধ্য জুলাইয়ে আগামী অর্থ বছরের বাজেট ঘোষনার কথা বলেছিলেন। ওই সূত্র মতে বদলী হওয়া মশিউর রহমানের পরিবর্তে নতুন কোন কর্মকর্তা নিয়োগ না দেয়ায় বাজেট ঘোষনা কিছুটা বিলম্ব হতে পারে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়