ঢাকা : ভারতের প্রধান বিরোধীদল বিজেপি’র প্রধান ইংরেজি ভাষা সম্পর্কে কথা বলতে গিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন।
রাজনাথ সিং বলেছেন, ইংরেজি ভাষা দেশ হিসেবে ভারতের এবং এর সমৃদ্ধ সংস্কৃতির ক্ষতি করছে। ইংরেজি ভাষার বহুল ব্যবহারের কারণে সংস্কৃত ভাষার কাঙ্ক্ষিত সমৃদ্ধি ঘটছে না।
টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে তিনি বলেছেন, “ইংরেজি ভাষা দেশের বড় ধরনের ক্ষতি করছে। আমরা আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি; এখন সংস্কৃত ভাষায় কথা বলার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না।” গত বৃহস্পতিবার পত্রিকাটিকে রাজনাথ সিং এ সাক্ষাতকার দেন।
বিজেপি’র প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর নেতাদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা তার এ বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, রাজনাথ সিং দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চান।
ভারতের রাজনৈতিক ভাষ্যকার সঞ্জয় ঝা টুইটারে লিখেছেন, ইংরেজি ভাষা সম্পর্কে রাজনাথ সিংয়ের এ উদ্ভট ও পশ্চাদগামী বক্তব্য এ বিষয়টি নিশ্চিত করছে যে, বিজেপি এখনো প্রাচীনযুগে (অধিযুগে) বসবাস করছে।”
ক্ষমতাসীন কংগ্রেস দল বিজেপি নেতার বক্তব্যকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে মন্তব্য করেছে। কংগ্রেসের মুখপাত্র মনিষ তিওয়ারি বলেছেন, রাজনাথ সিংয়ের বক্তব্যে মনে হয়, যারা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে না তাদের কাছে বিজেপি’র কোনো আবেদন নেই। এটি কি মধ্যযুগীয় কথা নাকি ভণ্ডামি?
ভারতে সাম্প্রতিক সময়ে ইংরেজি ভাষার ব্যাপক প্রসার ঘটেছে। বিশেষ করে আইটি খাতসহ অন্যান্য খাতে সেদেশের চোখধাঁধানো উন্নতির পেছনে এই ভাষাকে অন্যতম সোপান হিসেবে দেখা হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত এক প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, “বিজেপি প্রধানের উচিত ইংরেজিকে শোকের পরিবর্তে আনন্দের ভাষা হিসেবে গ্রহণ করা।”
ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে নিজেকে প্রযুক্তি-চালিত একটি আধুনিক দল হিসেবে তুলে ধরে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। সে অবস্থায় রাজনাথ সিংয়ের এ বক্তব্য দলের নীতিনির্ধারকদেরও ক্ষুব্ধ করবে বলে অনেকেই মনে করছেন।--ডিনিউজ
রাজনাথ সিং বলেছেন, ইংরেজি ভাষা দেশ হিসেবে ভারতের এবং এর সমৃদ্ধ সংস্কৃতির ক্ষতি করছে। ইংরেজি ভাষার বহুল ব্যবহারের কারণে সংস্কৃত ভাষার কাঙ্ক্ষিত সমৃদ্ধি ঘটছে না।
টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে তিনি বলেছেন, “ইংরেজি ভাষা দেশের বড় ধরনের ক্ষতি করছে। আমরা আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি; এখন সংস্কৃত ভাষায় কথা বলার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না।” গত বৃহস্পতিবার পত্রিকাটিকে রাজনাথ সিং এ সাক্ষাতকার দেন।
বিজেপি’র প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর নেতাদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা তার এ বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, রাজনাথ সিং দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চান।
ভারতের রাজনৈতিক ভাষ্যকার সঞ্জয় ঝা টুইটারে লিখেছেন, ইংরেজি ভাষা সম্পর্কে রাজনাথ সিংয়ের এ উদ্ভট ও পশ্চাদগামী বক্তব্য এ বিষয়টি নিশ্চিত করছে যে, বিজেপি এখনো প্রাচীনযুগে (অধিযুগে) বসবাস করছে।”
ক্ষমতাসীন কংগ্রেস দল বিজেপি নেতার বক্তব্যকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে মন্তব্য করেছে। কংগ্রেসের মুখপাত্র মনিষ তিওয়ারি বলেছেন, রাজনাথ সিংয়ের বক্তব্যে মনে হয়, যারা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে না তাদের কাছে বিজেপি’র কোনো আবেদন নেই। এটি কি মধ্যযুগীয় কথা নাকি ভণ্ডামি?
ভারতে সাম্প্রতিক সময়ে ইংরেজি ভাষার ব্যাপক প্রসার ঘটেছে। বিশেষ করে আইটি খাতসহ অন্যান্য খাতে সেদেশের চোখধাঁধানো উন্নতির পেছনে এই ভাষাকে অন্যতম সোপান হিসেবে দেখা হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত এক প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, “বিজেপি প্রধানের উচিত ইংরেজিকে শোকের পরিবর্তে আনন্দের ভাষা হিসেবে গ্রহণ করা।”
ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে নিজেকে প্রযুক্তি-চালিত একটি আধুনিক দল হিসেবে তুলে ধরে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। সে অবস্থায় রাজনাথ সিংয়ের এ বক্তব্য দলের নীতিনির্ধারকদেরও ক্ষুব্ধ করবে বলে অনেকেই মনে করছেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়