ঢাকা: রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হনন ও বিচার বিভাগকে বিতর্কিত করতেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এ মুহুর্তে এই রিপোট প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন সরকারের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
রাজধানীর রামসীতা মন্দিরে রথযাত্রা উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হননের জন্য ও বিচার বিভাগকে বিতর্কিত করার জন্য একটি শ্রেণী উঠে পড়ে লেগেছে। দেশের ক্রান্তিকালে টিআইর রিপোর্ট এ ষড়যন্ত্রেরই অংশ।’
তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এজন্য ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।’
কামরুল বলেন, ‘আজকে আবারও ১/১১ এর পুনারাবৃত্তির চেষ্টা চলছে। দেশকে অন্ধকারের অতল গহ্বরে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এক অশুভশক্তি। রাজনৈতিক নেতারা দেশ পরিচালনা করবে। তাদের চরিত্র হননের অপচেষ্টা সফল হবে না।’
আলোচনা সভা শেষে আইন প্রতিমন্ত্রী হিন্দু নেতাদের নিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করেন।
মন্দিরের সেবায়েত ও কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গণেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কবি রবীন্দ্র গোপ, রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি চিত্ত রঞ্জন দাস, সহসম্পাদক সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।--ডিনিউজ
রাজধানীর রামসীতা মন্দিরে রথযাত্রা উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হননের জন্য ও বিচার বিভাগকে বিতর্কিত করার জন্য একটি শ্রেণী উঠে পড়ে লেগেছে। দেশের ক্রান্তিকালে টিআইর রিপোর্ট এ ষড়যন্ত্রেরই অংশ।’
তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এজন্য ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।’
কামরুল বলেন, ‘আজকে আবারও ১/১১ এর পুনারাবৃত্তির চেষ্টা চলছে। দেশকে অন্ধকারের অতল গহ্বরে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এক অশুভশক্তি। রাজনৈতিক নেতারা দেশ পরিচালনা করবে। তাদের চরিত্র হননের অপচেষ্টা সফল হবে না।’
আলোচনা সভা শেষে আইন প্রতিমন্ত্রী হিন্দু নেতাদের নিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করেন।
মন্দিরের সেবায়েত ও কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গণেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কবি রবীন্দ্র গোপ, রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি চিত্ত রঞ্জন দাস, সহসম্পাদক সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়