Sunday, July 28

কায়রোয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত শতাধিক

ঢাকা : মিসরের রাজধানী কায়রোতে শনিবার ভোররাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি জানিয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড।

সংগঠনটি বলছে, গুলিতে আহত হয়েছে তাদের সহস্রাধিক সমর্থক। এ বিষয়ে মিসরের সেনা সমর্থিত বর্তমান প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

শনিবার বৃটিশ গণমাধ্যম বিবিসি ও গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, শনিবার ভোররাতে কায়রোর রাব্বা আল-আদাবিয়া মসজিদের আশপাশে অবস্থানরত মুরসি সমর্থকদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিবিসি প্রতিবেদনে বলা হয়, মুরসি সমর্থক ও বিরোধী- উভয়পক্ষই শুক্রবার রাতভর রাজধানী কায়রোজুড়ে বিক্ষোভ করে।

এর আগে দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি সেনাবাহিনীর সমর্থনে মিসরের জনগণকে রাস্তায় নেমে আসার অনুরোধ জানালে মুরসি বিরোধী হাজার হাজার লোক কায়রোর তাহরির স্কয়ার দখল করে নেয়।

উদ্ভূত পরিস্থিতিতে মুরসি সমর্থকরা রাব্বা আল-আদাবিয়া মসজিদের আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে।

এই অবস্থায় রাব্বা আল-আদাবিয়া মসজিদের অবস্থান কর্মসূচি থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতেই নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে কি না তা পরিষ্কার নয়।

এদিকে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম রাব্বা আল-আদাবিয়া মসজিদের অবস্থান কর্মসূচি থেকে সরে আসার জন্য মুরসি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে বিবিসির প্রতিনিধি জানান, সেখানে গুলির শব্দ পাওয়া গেছে।

মুসলি ব্রাদারহুডের মুখপাত্র জেহাদ আল-হাদ্দাদ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, "আহত নয়, হত্যার উদ্দেশ্যেই তারা গুলি করছে।"

কায়রো ছাড়াও মিসরের আলেকজান্দ্রিয়া শহরেও সহিংসতার খবর পাওয়া গেছে। সেখানে বিবদমান সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়