Sunday, July 21

কানাইঘাটে তিন আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট থানা পুলিশ গত শনিবার পৃথক অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার থানার এস.আই গোলাম মোস্তফা উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির বড়চাতল গ্রামে এক অভিযান চালিয়ে স্থানীয় বড়চাতল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজদারী মামলার এজাহার নামীয় আসামী আব্দুল কাইয়ুম (৫২) এবং তার সহোদর ভাই আব্দুল মতিন (৬০) কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বড়চাতল গ্রামের গ্রেফতারকৃত আব্দুল মুতিন ও নিজাম উদ্দিন গংদের মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিজাম উদ্দিন আব্দুল মতিন গংদের বিরুদ্ধে বাদী হয়ে আদালতে মামলা করলে পুলিশ শনিবার ২ভাইকে গ্রেফতার করে। অপরদিকে এস.আই রশিদ সরকার পৃথক অভিযান চালিয়ে গত শনিবার ফুল মিয়া নামে এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেফতার করেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়