দিনাজপুর: মঙ্গলবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তেলবাহী ট্যাংক লড়ীর ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী দিনাজপুর-পার্বতীপুর সড়ক অবরোধ করে রেখেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, চিরিরবন্দর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের জহুরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী হাসনা বেগম (৪৫) বাই-সাইকেল যোগে দিনাজপুর শহরের দিকে আসছিলো। এসময় দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার বেকীরপুল এলাকায় একটি তেলবাহী ট্যাংক লড়ী তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এসময় তারা ট্যাংকলড়ীর চাকার নীচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়। এলাকাবাসী ট্যাংক লড়ীটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এদিকে এই ঘটনায় এলাকাবাসী দিনাজপুর-পার্বতীপুর সড়ক অবরোধ করেছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করছে।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারিসুল ইসলাম ডিফারেন্ট নিউজ কে জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে পুলিশ রয়েছে।--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়