Wednesday, July 17

প্রতি মুহূর্তে শেখ হাসিনার জীবনের ঝুঁকি বাড়ছে : নাসিম

ঢাকা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ এখন সবচেয়ে খারাপ সময় পার করছে। প্রতি মুহূর্তে শেখ হাসিনার জীবনের ঝুঁকি বাড়ছে। কেননা এখন একের পর এক ট্রাইব্যুনালে রাজাকারদের ফাঁসির আদেশ হচ্ছে। তাই আমাদের এখন সতর্ক থকতে হবে।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শেখ হাসিনার ৭ম অন্তরীণ ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

মোহম্মদ নাসিম বলেন, এখন আনন্দ-উল্লাস করার সময় না। কেননা একটি শক্তি আমাদের কাছ থেকে ‘৭১ এর বিজয় ছিনিয়ে নিতে চাইছে। আমদের নিজেদের মধ্যেও আমাদের শত্রু আছে।

তিনি বলেন, পাঁচ সিটি নির্বাচনের ফলাফলের পর আমাদের নেতাকর্মীরা ভেঙ্গে পড়েছে জানি। কিন্তু আমাদের ভেঙ্গে পড়লে চলবে না। আমরা ফলাফল মেনে নিয়েছি। তবে আগামী নির্বাচন অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের অধীনে হবে। এবং আমরা বিজয়ী হব।

ছাত্রলীগের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, তোমরা আগামী চার মাস কোনো ভুল করবে না। কেননা আগামী চার মাস কোনো ভুল করা কোনভাবেই চলবে না। তোমাদের মধ্যে যারা ভুল করবে তাদের তোমরা দলে রেখ না।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়