নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুনসহ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা হয়েছে। গত রবিবার কানাইঘাট ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তী কানাইঘাট বাজারে ভাঙ্গচুরের সময় যুবলীগ কর্মী মিছবাহ উদ্দিন মঞ্জুর (২৫) গুরুতর আহতের ঘটনায় তার ভাই ছাত্রলীগ নেতা মাসুম আহমদ বাদী হয়ে গতকাল নিজ দলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে এ মামলা করেন। থানার মামলা নং-(৫)০৯/০৭/১৩। মামলার অভিযোগে মাসুম আহমদ উল্লেখ করেছেন দলের প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা গত রবিবার কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্টে তার ভাই যুবলীগ কর্মী মঞ্জুরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে বর্তমানে তার ভাই ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে ছাত্রলীগ-শিবিরের মধ্যে কলেজ ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার জের ধরে যুবলীগ কর্মী মঞ্জুর গুরুতর আহতের ঘটনায় ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম হারুন সহ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরকে কেন্দ্র করে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে দলের সিনিয়র পর্যায়ের নেতাকর্মীরা মুখ খুলছেন না। তবে ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম হারুন স্থানীয় সাংবাদিকদের জানান, মঞ্জুরের আহতের ঘটনার সাথে ছাত্রলীগ ও যুবলীগের কোন নেতাকর্মী জড়িত নয়। উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অভিযোগ এনে তাদের মামলায় জড়ানো হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়